হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১১:৪৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৩:০৪
১৪ নভেম্বর ২০২৪ ১১:৪৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৩:০৪
ঢাকা: হাজী সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা-পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোলাইমান সেলিমকে বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
এর আগে, ১ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সারাবাংলা/ইউজে/ইআ