Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে বায়ুদূষণ চরমে, উড়োজাহাজ চলাচলে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪ ১১:৪৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২৩:৩২

এই আবহাওয়ায় বাইরে বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, বুধবার (১৩ নভেম্বর) বিকেলে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪১৮, যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। সকালে দিল্লির অনেক জায়গায় একিউআই ছিল পাঁচশোর উপরে, যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। তবে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সেই অবস্থার আরও অবনতি হয়েছে। বিমানবন্দরে জিরো ভিসিবিলিটির ফলে উড়োজাহাজ চলাচলে শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় অমৃতসর ও পাঠানকোট বিমানবন্দরে জিরো ভিসিবিলিটি ছিল। সকাল সাতটায় গোরক্ষপুর বিমানবন্দরেও একই অবস্থা হয়।

বিজ্ঞাপন

সকালেই বিমানসংস্থা ইন্ডিগো সামাজিক মাধ্যমে জানিয়েছে, কুয়াশার জন্য অমৃতসর, বারাণসী ও দিল্লিতে বিমান চলাচলে দেরি হতে পারে। যাত্রীরা যেন বিমান চলাচলের সবশেষ পরিস্থিতি জেনে বাড়ি থেকে বের হন।

দিল্লির লাগোয়া গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়াবাদেও ভয়াবহ বায়ুদূষণ হলেও তাদের পরিস্থিতি দিল্লির মতো অতটা খারাপ নয়। সেখানে একিউআই ৩৩০ থেকে ৩৪০-এর মধ্যে ঘোরাফেরা করছে।

এই আবহাওয়ায় বাইরে বেশিক্ষণ থাকলে শ্বাসকষ্ট হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। বিশেষজ্ঞ চিকিৎসক পার্থ প্রতীম বোস আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘এই সময় বেশ কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন। বাড়ি থেকে বেরনোর আগে গার্গল করা, স্টিম নেওয়া খুবই জরুরি।’

আবহাওয়া দফতরের আশা, দিল্লিতে এবার হাওয়ার গতিবেগ বাড়বে। তার ফলে বায়ুদূষণের মাত্রাও কমবে।

সারাবাংলা/এইচআই

এয়ার কোয়ালিটি ইনডেক্স দিল্লি বায়ুদূষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর