Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে ৬ মামলা হাইকোর্টে বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১২:০৯

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর শাহবাগ ও ধানমন্ডি থানায় করা ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

এসব মামলা বাতিলের রুল শুনানি শেষে বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া, আইনজীবী আজমল হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইনজীবী মো. কামাল হোসেন জানান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ২০১০ সালে রাজধানীর শাহবাগ থানায় পাঁচটি ও ধানমন্ডি থানায় একটি মামলা হয়।

এ মামলাগুলোতে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল। পরে এসব মামলা বাতিলে হাইকোর্টে আবেদনের পর রুল জারি করা হয়। বুধবার (১৩ নভেম্বর) রুলের শুনানি শেষে ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/ইআ

উচ্চ আদালত বিএনপি নেতা মামলা বাতিল শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর