Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরিচায় বিআইডব্লিউটিএ’র ড্রেজার পাইপে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১২:৫৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৫:৪৪

আরিচা ঘাটে বিআইডব্লিউটি’র ড্রেজিং মেশিনের পাইপে আগুন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটি’র ড্রেজিং মেশিনের পাইপে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটি’র ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বিআইডব্লিউটি’র ওয়াচম্যান তোতা মিয়া বলেন, লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তুপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫টি পাইপে আগুন লাগে। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনও বোঝা যাচ্ছে না।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট তিন ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষযয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না।

সারাবাংলা/ইআ

আগুন আরিচা ঘাট বিআইডব্লিউটিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর