Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৩:৫০ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৬:১০

বরিশাল: ইঁদুর মারার বিষ খেয়ে ঝালকাঠির নলছিটিতে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত লামিয়া উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান, বুধবার দুপুরে দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার বিষ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সারাবাংলা/এমপি