Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দ্বন্দ্বে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৫:২০

মৃত্যু: প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে দুইপক্ষের দ্বন্দ্বের জের ধরে শামছুন্নাহার (৩৫) নামে এক নারী খুন হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) মধ্যরাতে জেলার দোয়ারাবাজারের বাজিতপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় শামছুন্নাহারের তিন বোন এবং বোনের জামাই আহত হয়েছেন। এদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সোনা মিয়ার মেয়ে নুরুন্নেছা বেগমের ছাগল পাশের বাড়ির চাচাতো ভাই জনিক মিয়ার কদম গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার রাতে দুইপক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এসময় প্রতিপক্ষের লোকজন শামছুন্নাহার বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। এ ঘটনায় শামছুন্নাহারের বোন আক্তারুন্নেছা, মমতাজ বেগম ও নুরুন্নেছা এবং বোনের জামাই রাজিব মিয়া আহত হন। আহতদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বললেন, একটি কদম গাছের পাতা ছাগলে খাওয়া নিয়ে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে মারামারিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ রাতেই ওখানে গেছে। নিহত শামছুন্নাহারের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর বোনেরা এক বোনের জামাই আহত হয়েছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর