Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারাগুয়েতে ‘নিষিদ্ধ’ মেসির জার্সি দেখার অপেক্ষায় স্কালোনি

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪ ১৬:০৯

লিওনেল মেসি

আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে জার্সির নিষেধাজ্ঞা। ঘরের মাঠে সাধারণ গ্যালারিতে সফরকারী আর্জেন্টিনার জার্সি গায়ে কাউকে প্রবেশ না করতে দেওয়ার ঘোষণা দিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য বলছেন, নিষিদ্ধ করলেও প্যারাগুয়ের গ্যালারিতে দেখা যাবে লিওনেল মেসির জার্সি।

প্যারাগুয়ের আসুনসিওনে বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ম্যাচের এক সপ্তাহ আগেই দেশটির ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা ভিয়াসবোয়া সাফ জানিয়ে দিয়েছিলেন, স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি গায়ে কেউ প্রবেশ করতে পারবেন না। সফরকারী আর্জেন্টিনার সমর্থকরা তাদের জন্য বরাদ্দ বিশেষ গ্যালারিতেই প্রবেশ করতে পারবেন নিজ দলের জার্সি গায়ে।

বিজ্ঞাপন

প্যারাগুয়ের এমন সিদ্ধান্তের পর অনেকেই ধারণা করছেন, মাঠে মেসির জার্সির গায়ে দর্শকের প্রবেশ ঠেকাতেই এমনটা করেছেন তারা। স্কালোনি অবশ্য বলছেন, নিষেধাজ্ঞা যতই থাকুক, মেসির জার্সি পরে দর্শক প্রবেশ ঠেকাতে পারবেন না স্টেডিয়াম কর্তৃপক্ষ, ‘প্যারাগুয়ের সমর্থকরা স্বাভাবিকভাবেই তাদের দলের জার্সি পরতে চাইবে। তবে মেসির প্রভাব এতটাই বেশি যে গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি থাকবেই।’

প্যারাগুয়ের সমর্থকরাও মেসির জার্সি পছন্দ করেন বলেই ধারণা স্কালোনির, ‘মেসির জার্সি পরবেন বলে এর মানে এই না যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। যখন কেউ লিওকে স্বীকৃতি দেয়, তখন সেটা ফুটবলের জন্যই ভালো। শুধু জার্সি গায়ে চাপালেই সেই আর্জেন্টিনার ভক্ত হয়ে যায় না।’

বিজ্ঞাপন

আগামীকাল ভোর ৫.৩০ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষেই আছেন মেসিরা।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা প্যারাগুয়ে লিওনেল মেসি লিওনেল স্কালোনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর