Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রকৃতির পরিচর্যা করে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে’

স্পেশাল করসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৫:৪০

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে তবিনিময় করেন উপদেষ্টা

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, প্রকৃতিকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না করে পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে এবং এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘অপার সৌন্দর্যের অনুপম লীলাভূমি বাংলাদেশের প্রতিটি অঞ্চল আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। পর্যটনের বিকাশে স্থানীয় ঐতিহ্য ও বৈচিত্র্যকে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।’

তিনি শহীদের আত্মত্যাগকে অর্থবহ করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান সরকারি কর্মকর্তাদের।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, ফাতেমা রহিম ভীনা।

সারাবাংলা/জেআর/এইচআই

এ এফ হাসান আরিফ প্রকৃতির পরিচর্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর