Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ কেন টিম হোটেলে বাফুফে সভাপতি?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৫:৩৭

ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি

মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে একের পর এক সুযোগ হাতছাড়া করার ম্যাচটা বাংলাদেশ হেরেছে ১-০ গোলের ব্যবধানে। গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ভুগেছে ফিনিশিংয়ের অভাবে। ফেভারিট হয়েও ম্যাচ জিততে না পারায় স্বভাবতই হতাশ ফুটবলাররা। তাদের চাঙ্গা করতে আজ (১৪ নভেম্বর, বৃহস্পতিবার) টিম হোটেলে যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। 

গতকাল কিংস অ্যারেনায় বসে এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা দেখেছেন তাবিথ। তিনি বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর কালই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। 

বিজ্ঞাপন

আজ সকালে টিম হোটেলে গিয়ে তাবিথ খেলোয়াড়দের সঙ্গে নাস্তা সেরেছেন। টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, খেলোয়াড়-কোচিং স্টাফের সদস্যদের সাথে নাস্তার টেবিলেই বৈঠক সেরেছেন বাফুফে সভাপতি। আমের খান বলেন, ‘সভাপতি খেলোয়াড়দের প্রেরণা দিতে টিম হোটেলে আসেন। শুধু বাংলাদেশ দল নয়, মালদ্বীপের খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। খেলাধুলার স্পিরিট মূলত এটাই।’

খেলোয়াড়দের প্রথম ম্যাচের হতাশা ভুলে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভুল এড়িয়ে খেলার পরামর্শও দিয়েছেন তাবিথ। টিম ম্যানেজার আমের আরো বলেন, ‘গত ম্যাচে যা হওয়ার হয়েছে। সামনের ম্যাচে জয়ের জন্য যথাসম্ভব ভুল এড়ানো এবং সেরা খেলা উপহার দেয়ার অনুপ্রেরণা দিয়েছেন সভাপতি।’

সফরকারী মালদ্বীপ দলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি। যেটাকে স্পোর্টসের স্পিরিটের হিসেবে দেখছেন টিম ম্যানেজার আমের। 

আগামী শনিবার কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

তাবিথ আউয়াল বাফুফে বাফুফে সভাপতি বাংলাদেশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর