খুলনা: খুলনায় আট পিস স্বর্ণের বারসহ আব্দুল আওয়াল (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর আটক যুবক বিশেষ কায়দায় আটটি স্বর্ণের বার বের করে দেন।