Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, আবেদন শুরু ৫ জানুয়ারি

রাবি করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৮:০১

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।

এবারে ‘এ’ ‘বি’ ‘সি’ এই তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১২ এপ্রিলে ‘বি’ (বাণিজ্য) ইউনিটেরপরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং ‘সি (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এ তথ্যগুলো নিশ্চিত করেছেন।

এর বেলা ১১টায় ভর্তি পরীক্ষা বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নিতে সভায় বসে ভর্তি কমিটি। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ও উপ-উপাচার্যদ্বয়সহ ভর্তি কমিটির ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

আবেদন শুরু ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর