শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্নহত্যা
১৪ নভেম্বর ২০২৪ ১৯:৫১
বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নে শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে মা জুলেখা বেগম (২৪) ও শিশু মুশফিকার (৪) মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন-উপজেলার ডেপুইল পুর্বপাড়া গ্রামের অটোরিকশাচালক আব্দুল মোমেন স্ত্রী ও মেয়ে।
পুলিশ জানায়, পূর্বপাড়া গ্রামের অটোরিকশাচালক আব্দুল মোমেন স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে থাকতেন। সকালে রিকশা নিয়ে বের হন। ঘরে স্ত্রী জুলেখা মেয়ে নিয়ে একাই ছিলেন। পাশেই পৃথক সংসারে থাকতেন মোমেনের বাবা-মা। দুপুর ঘরের দরজা বন্ধ দেখে জুলেখার শ্বাশুড়ি ডাকতে আসেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন মরদেহ ঝলছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানিয়েছেন, তারা গৃহবধূ জুলেখার ঝুলন্ত মরদেহ ও খাটের উপর শিশুটির মরদেহ পেয়েছেন। এসময় দরজা ভিতর থেকে আটকানো ছিলো। ধারণা করা হচ্ছে জুলেখা শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
সারাবাংলা/এসআর