Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, আক্রান্ত ১,১০৭

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ২২:০৪

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩৭৭ জনের মৃত্যু হয়। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এক হাজার ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১২৭ জন। এর মধ্যে ৭২ হাজার ৫৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৭০১ জন ও নারী ৪০৬ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মাঝে দুইজন বরিশাল বিভাগে মারা গেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে একজন মারা গেছে। এছাড়া ঢাকা মহানগরীর বাইরে একজন ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা বাইরে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৭২ জন। এর মাঝে ৫০.৮ শতাংশ নারী ও ৪৯.২ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪১৫ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৪৩ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন, খুলনা বিভাগে ১২১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ৮১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় চার জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ১৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসআর

ডেঙ্গু ডেঙ্গুতে প্রাণ গেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর