আর্জেন্টিনাকে হতবাক করে জয় পেল প্যারাগুয়ে
১৫ নভেম্বর ২০২৪ ০৭:৩৪
লিওনেল মেসির নেতৃত্বে লাতিন আমেরিকার বাছাইপর্বে রীতিমত উড়ছিলেন তারা। উড়তে থাকা আর্জেন্টিনাকে এবার মাটিতে নামিয়ে আনল প্যারাগুয়ে। ঘরের মাঠে পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে চমকে দিয়ে ২-১ ব্যবধানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে প্যারাগুয়ে।
জার্সি নিষেধাজ্ঞা নিয়ে ম্যাচের আগে থেকেই ছড়াচ্ছিল উত্তাপ। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচে মাঠেও দেখা গেছে একই উত্তাপ। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমে লিড পায় সফরকারী দলই। ১১ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে বলে পেয়ে গোল করতে ভুল করেননি লাউতারো। তবে এই গোল বাতিল হওয়ার সম্ভাবনা জেগেছিল। ভিএআরের সাহায্য নিয়ে শেষ পর্যন্ত গোলের বাঁশি বাজান রেফারি।
পিছিয়ে পড়েও হাল ছাড়েনি প্যারাগুয়ে। মাত্র ৬ মিনিটের মাঝেই ম্যাচে সমতা ফেরায় তারা। ১৯ মিনিটে ভেলাকোয়েজের পাসে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ম্যাচে সমতা ফেরান আন্তোনিও সানাব্রিয়া। প্রথমার্ধে আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। ১-১ এ সমতায় বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনাকে চমকে দিয়ে লিড নেয় প্যারাগুয়ে। গোমেজের ক্রসে দারুণ এক হেডে এমিকে বোকা বানান ওমর আলদেরেত। ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন রদ্রিগো ডি পল।
শেষ পর্যন্ত আর কিছুতেই গোল শোধ করতে পারেননি মেসিরা। ২-১ গোলে হেরেই বাড়ি ফিরতে হচ্ছে আর্জেন্টিনাকে। ৮ বছর পর প্যারাগুয়ের কারে হারের তিক্ত স্বাদ পেল স্কালোনির দল। এই হারের পরেও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন তারা।
সারাবাংলা/এফএম