ক্ষমতা নিয়েই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের অঙ্গীকার ট্রাম্পের
১৫ নভেম্বর ২০২৪ ১২:৪২
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম লক্ষ্য হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।
শুক্রবার (১৫ নভেম্বর) ফ্লোরিডায় ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট’-এর এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন মি. ট্রাম্প। নির্বাচনের পর এটাই ছিল জনসম্মুখে তার প্রথম দীর্ঘ ভাষণ। তিনি বারবার উল্লেখ করেন, ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই যুদ্ধটি বন্ধ করতে চান, যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলেননি।
তারপর তিনি তার সমর্থকদের জানান, তার অন্যান্য অগ্রাধিকারের মধ্যে থাকবে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলি এবং দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর প্রশাসন সংস্কারের উদ্যোগ। যদিও পরিকল্পনাগুলোর বিস্তারিত বর্ণনা না দিয়েই ট্রাম্প তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানটি তার ফ্লোরিডার বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল এবং এর আয়োজন করে তার নিজের প্রতিষ্ঠান ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট’। ২০২১ সালে এই প্রতিষ্ঠানটি ট্রাম্পের সাবেক কর্মকর্তারা গঠন করেন এবং দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য বেশ কিছু রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে।
অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা এমন বড় বিজয় পাবো তা কেউ ভাবেনি।’ তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই এবং হাউজ স্পিকার মাইক জনসনসহ অনেক সমর্থককে ধন্যবাদ জানান।
এছাড়া, ইলন মাস্কের প্রসঙ্গেও মজার ছলে মন্তব্য করেন তিনি। মাস্ক কিছুদিন ধরে তার সাথে অবস্থান করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘মাস্ককে এখান থেকে বের করে দেয়া আমার পক্ষে সম্ভব নয়, আর আমারও তাকে এখানে পেয়ে ভালো লাগছে।’
অনুষ্ঠানে তিনি সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী ও মার্কিন রাজনীতিবিদ টালসি গ্যাবার্ডকে ধন্যবাদ জানান এবং জানান যে তাদের উচ্চপদে নিয়োগ দেয়া হয়েছে। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, ডগ বারগামকে তিনি স্বরাষ্ট্র সচিব পদে মনোনীত করবেন, যিনি প্রাকৃতিক সম্পদ ও ফেডারেল জমি সংরক্ষণ বিষয়ক দপ্তর পরিচালনা করবেন।
২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে তার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এর আগে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সেনেটে আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুযায়ী ভোট গণনা করা হবে। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট ও নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিস। ভোট গণনা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করবেন।
নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগ পর্যন্ত সময়কে বলা হয় ‘রূপান্তরকালীন সময়’। এ সময়ের মধ্যে ট্রাম্প তার প্রশাসনের বিভিন্ন সদস্য বাছাই করবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজাবেন।
সারাবাংলা/এনজে
কার্যপরিকল্পনা ক্ষমতা গ্রহণ ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র