Friday 15 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোষ্য কোটা
রাবি ভিসির আশ্বাসে অনশন স্থগিত

রাবি করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ১৭:০৭

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন ১৮ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রাবি উপাচার্যের (ভিসি) আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে এ অনশনে বসেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এবারের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এরপর থেকেই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। পরে সন্ধ্যায় আমরণ অনশন শুরু করেন তিনজন শিক্ষার্থী। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে অংশ নেন।

আরও পড়ুন: রাবিতে পোষ্য কোটা বাতিল চেয়ে তিন শিক্ষার্থী আমরণ অনশনে

সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। একপর্যায়ে তারা আলোচনার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণ জানান। তবে শিক্ষার্থীরা সেটি প্রত্যাখান করেন।

সাড়ে ১২টার দিকে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। কোটার বিষয়ে আগের বিজ্ঞপ্তি বাতিল এবং রিভিউ কমিটি গঠনের আশ্বাস দিলে আগামী সোমবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন শিক্ষর্থীরা। এসময় জুস ও বিস্কুট খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

ময়মনসিংহে ২৫ কিমি ম্যারাথন দৌড়
১৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আরো

সম্পর্কিত খবর