Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু, পাওয়া যাবে ৪০ মেগাওয়াট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ০১:১৭

ঢাকা: নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে দেশটি।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি শুরু করে নেপাল। এর মধ্য দিয়ে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রফতানি করল হিমালয়ের দেশটি।

সূত্র অনুযায়ী, ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল। অক্টোবরের শুরুতে সই করা বিদ্যুৎ রফতানির এই ত্রিপাক্ষিক চুক্তিতে বলা হয়, চলতি বছর বাংলাদেশে কেবল একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরপর ২০২৫ সালের ১৫ জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

চুক্তি অনুযায়ী, নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ। প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে ৮ দশমিক ১৭ রুপিতে। এর মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও অন্তর্ভুক্ত থাকবে।

দেশটি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে। এর মধ্যে ত্রিশূলি বিদ্যুৎকেন্দ্র থেকে আসবে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ, আর ২২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট থেকে।

বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই। তাই ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ আসছে। তবে ভারতের গ্রিডের সঙ্গে বাংলাদেশের গ্রিডের সংযোগে খুব বেশি বাড়তি ক্যাপাসিটি না থাকায় নেপাল মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারবে।

বিজ্ঞাপন

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ জানান, ভবিষ্যতে যদি সঞ্চালন লাইনের সক্ষমতা বাড়ানো যায়, তাহলে নেপাল আরও বেশি পরিমাণে বিদ্যুৎ পাঠাতে পারবে।

সারাবাংলা/জেআর/টিআর

নেপালের বিদ্যুৎ বিদ্যুৎ আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর