রোনালদোর অবিশ্বাস্য ‘বাইসাইকেল কিকে’ কোয়ার্টারে পর্তুগাল
১৬ নভেম্বর ২০২৪ ০৯:৩৩
ম্যাচে তখন ৪-০ গোলে এগিয়ে পর্তুগাল। পোল্যান্ডের বিপক্ষে জয় তখন নিশ্চিতই বলা চলে। সেই সময়ে বক্সের ভেতর বল পাঠান ভিতিনিয়া। উড়ে আসা সেই বলে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে গোল করে উল্লাসে ভাসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর রেকর্ড গড়া ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে ইউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল।
রোনালদো ম্যাচে গোল করেছেন দুটি। ৭২ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। সেখান থেকে ‘পানেনকা’ শটে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১৩৪তম গোল করেন সিআর সেভেন। এরপর ৮৭ মিনিটে সেই অবিশ্বাস্য গোলে পান নিজের ১৩৫তম গোল। জাতীয় দলের হয়ে তিনিই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ফুটবল ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯১০, এটি ইতিহাসের সর্বোচ্চ।
পোল্যান্ডকে হারানোর দিনে আরেকটি নতুন কীর্তিও করেছেন রোনালদো। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের ১৩২তম জয়ের স্বাদ পেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটিই একজন ফুটবলারের সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড। রোনালদো ছাড়িয়ে গেছেন স্পেনের সার্জিও রামোসের রেকর্ডকে।
পর্তুগালের জয়ের রাতে জয় তুলে নিয়েছে স্পেনও। ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে তারা।
সারাবাংলা/এফএম