স্যামসন-তিলকে বিধ্বস্ত আফ্রিকা, ভারতের যত রেকর্ড
১৬ নভেম্বর ২০২৪ ১০:১২
অবিশ্বাস্য, অসাধারণ, মনমুগ্ধকর; সঞ্জু স্যামসন ও তিলক ভার্মার ইনিংসকে যত বিশেষণেই বিশেষায়িত করেন না কেনো, সেটা হয়তো কমই পড়বে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-২০তে দুই ভারতীয় ব্যাটার রীতিমত তাণ্ডব চালিয়েছেন প্রোটিয়া বোলারদের উপরে। তাদের রেকর্ড গড়া জোড়া সেঞ্চুরিতেই দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে ভারত। ভারতের দুর্দান্ত এই জয়ে হয়েছে অনেক নতুন রেকর্ডও।
গত রাতে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন স্যামসন ও তিলক। আইসিসির পূর্ণ সদস্যের মাঝে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এক ইনিংসে দুজন ব্যাটারের সেঞ্চুরি পাওয়ার এটাই প্রথম ঘটনা।
প্রোটিয়া বোলারদের উপর স্টিম রোলার চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন স্যামসন। ২০২৪ সালে এটি টি-২০তে তার তৃতীয় সেঞ্চুরি। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে তিনটি টি-২০ সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়লেন স্যামসন। এর আগে ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ ও ১২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ১১১ রানের দুই ইনিংস খেলেছিলেন তিনি। ভারতের হয়ে স্যামসন এখন তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ৫ সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন রোহিত শর্মা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রাতে ভারত তুলেছে ২৮৩ রান। ২০২৪ সালে টি-২০ ফরম্যাটে ৯ম বারের মতো ২০০ রানের স্কোর ছুঁয়েছে ভারত। এক বছরে এটিই যেকোনো দলের হয়ে সর্বোচ্চ।
এই সিরিজে সেঞ্চুরি পেয়েছেন ৪ ব্যাটার। দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে এটাই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। টি-২০ সিরিজে দুটির বেশি সেঞ্চুরির রেকর্ড নেই।
স্যামসন-তিলক জুটি গত রাতে তুলেছে ২১০ রান। টি-২০তে এটিই ভারতের পক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেলেন তিলক। আন্তর্জাতিক টি-২০তে ৫ম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে ফ্রান্সের গুস্তাভ ম্যাককেয়ন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুসো, ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের স্যামসন এই রেকর্ড গড়েছিলেন।
টি-২০ ফরম্যাটে ২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে ভারতের। ২৪টি ম্যাচ খেলে তারা জিতেছে ২২টিতেই। জয়ের শতকরা হার ৯২.৩০। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মাঝে এক বছরে কমপক্ষে ১০ ম্যাচ খেলার হিসেবে এটিই সর্বোচ্চ জয়ের হার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল ভারতীয় ব্যাটাররা হাঁকিয়েছে ২৩টি ছক্কা। টি-২০তে এক ইনিংসে এটিই ভারতের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
সারাবাংলা/এফএম