Saturday 16 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মায়ের বিরুদ্ধে দুই শিশুকে ‘ড্যামফিক্স’ পান করানোর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১০:২৪

রাজশাহী: রাজশাহীতে দুই শিশুকে ‘ড্যামফিক্স’ নামের একটি রাসায়নিক পান করানোর অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ঘরের টাইলস পরিষ্কারের কাজে ব্যবহৃত ক্ষতিকর এই রাসায়নিক পানের কারণে দুই শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শিশু দুটিকে তাদের মা ড্যামফিক্স পান করিয়েছেন বলে স্বজনেরা পুলিশ ও চিকিৎসককে জানিয়েছেন। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি।

বিজ্ঞাপন

শিশু দুটি সম্পর্কে দুই বোন। একজনের বয়স চার বছর, অন্যজনের তিন। তাদের বাবা পেশায় গাড়িচালক। বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায়। শিশু দুটির মা মানসিকভাবে সুস্থ নন বলে জানা গেছে।

রামেক হাসপাতালের মুখপাত্র জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনেন স্বজনেরা। স্বজনেরা জরুরি বিভাগে জানান, শিশু দুটির মা তাদেরকে ড্যামফিক্স নামের একটি রাসায়নিক খাইয়ে দিয়েছেন।

তিনি জানান, ছোট বাচ্চাদের পাকস্থলি ওয়াশ করা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সেটা না করে অন্য উপায়ে চিকিৎসা চলছে। তাদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে। ভর্তির পর দুজনকে একই ওয়ার্ডে রাখা হয়েছিল। সন্ধ্যার পর ছোট বাচ্চাটির শারীরীক অবস্থার অবনতি হয়েছে। তাই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। শিশু দুটির ব্যাপারে চিকিৎসকেরা খুবই সতর্ক আছেন।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শিশু দুটির মা মানসিক ভারসাম্যহীন বলে স্বজনেরা জানিয়েছেন। এ নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। মানসিক ভারসাম্যহীন হলে অভিযোগ করলেও কোন লাভ হবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর