Saturday 16 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলকে শাস্তি না দেওয়ায় মার্কিন সিনেটরের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪ ১১:৩২

মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে শাস্তি না দিয়ে উল্টো মদদ দেওয়ায় জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন প্রগতিশীল মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন।

ইসরাইলকে নৃশংসতা বন্ধ করতে না পারাকে বাইডেন প্রশাসনের একটি গুরুতর ভুল হিসেবে বর্ণনা করেছেন ওয়ারেন।

মার্কিন এ সিনেটর বলেছেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতা বিশ্বব্যাপী আমেরিকান বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করেছে।

তিনি বলেন, যদি এই প্রশাসন কাজ না করে, কংগ্রেসকে অবশ্যই মার্কিন আইন প্রয়োগের জন্য পদক্ষেপ নিতে হবে এবং একটি যৌথ রেজোলেশনের মাধ্যমে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র বিভাগ ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে না বলে ডেমোক্র্যাটিক এ সিনেটর কংগ্রেসে একটি যৌথ রেজোলেশনকে সমর্থন করেছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ১১ মাসের মধ্যে গাজায় পৌঁছানো সাহায্যের পরিমাণ সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। হোয়াইট হাউসের ৩০ দিনের আলটিমেটাম সত্ত্বেও যদি সাহায্য না বাড়ানো হয় তবে ইসরাইলকে সামরিক সহায়তা হারানোর হুমকি দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ৩০ দিনের আলটিমেটামের শেষ দিনে আন্তর্জাতিক মানবিক গোষ্ঠীগুলো সতর্ক করেছে, ওয়াশিংটনের ঘোষিত সাহায্য লক্ষ্যমাত্রা থেকে অনেক কম খাদ্য ফিলিস্তিনে পৌঁছাতে দিচ্ছে ইসরাইল।

খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন যুদ্ধ পরিস্থিতির কারণে গাজার কিছু অংশে দুর্ভিক্ষ আসন্ন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরাইলের ত্রাণ সাহায্যের ক্ষেত্রে অগ্রগতি সীমিত ছিল, তবে ত্রাণ কার্যক্রমে বাধা দেয়নি, মানে এটি মার্কিন আইন লঙ্ঘন করেনি।

বিজ্ঞাপন

ম্যাসাচুসেটসের সিনেটর ওয়ারেন এক বিবৃতিতে বলেছেন, ১৩ অক্টোবর বাইডেন প্রশাসন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন, গাজায় মানবিক সহায়তা বাড়ানোর জন্য তার সরকারের কাছে ৩০ দিন সময় আছে। এই সময়ের মধ্যে দেশটিতে সামরিক সহায়তা বন্ধ থাকবে।

আলটিমেটামের ৩০ দিন পর তারা স্বীকার করেছে ফিলিস্তিনি নাগরিকদের জন্য পর্যান্ত খাদ্য, পানি এবং মৌলিক প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে বাড়ায়নি ইসরাইল।

যুক্তরাষ্ট্রের দাবি পূরণে নেতানিয়াহুর ব্যর্থতা সত্ত্বেও, বাইডেন প্রশাসন আক্রমণাত্মক অস্ত্রের সরবারাহ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি।

মার্কিন সিনেটর ওয়ারেনের অনুমোদিত যৌথ রেজোলেশনটি যদি হোয়াইট হাউস এবং সিনেটে পাস হয়, তবে কংগ্রেসকে বাইডেনের সিদ্ধান্ত বাতিল করতে হতে পারে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর