যশোরে বাস থেকে হেলপারের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৬ নভেম্বর ২০২৪ ১২:২৫
যশোর: যশোরের মনিহারে সরদার পরিবহণের একটি বাস থেকে পাপ্পু (২৪) নামের এক চালকের সহকারীর (হেলপার) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, খবর পেয়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ ও স্থানীয়রা জানান, সরদার পরিবহণের বাসটি ঢাকা থেকে ফিরে শুক্রবার (১৫ নভেম্বর) থেকে মনিহারের ওই একালায় মনিরুদ্দিন পাম্পের সামনে দাঁড়ানো ছিল। রাতে পাহারা দিতে বাসটির সহকারী পাপ্পু ভেতরে গিয়ে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে বাসটির ঢাকামুখী ট্রিপ ছিল। সকাল ৮টার দিকে বাসের ড্রাইভার এনামুল বাসের দরজা খোলার জন্য পাপ্পুকে ডাকাডাকি করলে তিনি সাড়া পাননি। এ সময় এনামুল দরজা গড়িয়ে রক্ত পড়তে দেখেন। পরে পুলিশ ও বাস কোম্পানিসহ অনন্যদের খবর দেন। পুলিশ এসে সাড়ে সকাল ৯টার দিকে বাস থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এছাড়া, বাসের ভেতর থেকে ছুরি ও তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
এ সময় বাস চালক ও সুপারভাইজার উজ্জলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান পুলিশ।
পুলিশ জানান, ধারণা করা হচ্ছে হত্যাকারীরা বাসের ভেতর ঢুকে ভোরের দিকে পাপ্পুকে হত্যা করে জানালা দিয়ে পালিয়ে গেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, পুলিশ হত্যার কারণ উদ্ধারে তদন্ত শুরু করেছে। দ্রুত এই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
সারাবাংলা/ইআ