উত্তর গাজায় ত্রাণ সহায়তা নিম্ন পর্যায়ে
১৬ নভেম্বর ২০২৪ ১৪:০৩
উত্তর গাজার কিছু অংশে ত্রাণ সরবরাহ একেবারেই নিম্ন পর্যায়ে রয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) জাতিসংঘের একজন মানবিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
এই সপ্তাহের শুরুতে মার্কিন মূল্যায়নে বিষয়টি অবগত করা হলে যুক্তরাষ্ট্র জানায়, গাজায় ত্রাণ সরবররাহে ইসরাইল কোনো বাধা দিচ্ছে না। তারা মার্কিন সামরিক সহায়তার বিধিনিষেধ মেনে চলছে।
এদিকে ইসরাইল জানিয়েছে,তারা উত্তর গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
জেনেভা প্রেস ব্রিফিংয়ে মানবিক সহায়তার অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের মুখপাত্র জেনস লার্কে বলেন, ‘আমাদের এদিক থেকে বিবেচনা করলে এই সহায়তাগুলো সব ভুল পথেই পৌছাচ্ছে।’
তিনি বলেন, ‘ত্রাণ সহায়তা বর্তমানে নিম্ন পর্যায়ে আছে। বিশৃঙ্খলা, দুর্ভোগ, হতাশা, মৃত্যু, ধ্বংস, বাস্তুচ্যুতি উচ্চ পর্যায়ে রয়েছে।’
লার্কে জানান, উত্তর গাজায় ইসরাইলি বাহিনীর এক মাসেরও বেশি সময় ধরে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। যার জন্য বাসিন্দাদের দক্ষিণে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরাইল জানিয়েছে, হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার জন্য তারা এসব পরিকল্পনা করছে।
সারাবাংলা/এসডব্লিউ