মানিকগঞ্জে নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন
১৬ নভেম্বর ২০২৪ ১৪:১৩
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রতারণার মাধ্যমে গ্রামাঞ্চলের নারীদের ব্যবহার করে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বুলবুলি আক্তার ভুলি ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ও বরাইদ ইউনিয়নের ভুক্তভোগী সদস্যরা স্থানীয় দিঘুলিয়া বাজারে এই মানববন্ধন পালন করেন।
মানববন্ধন শেষে বুলবুলি আক্তার ভুলি ও তার সহযোগীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে দেলুয়া এলাকার ফাতেমা বেগম, নাসিমা আক্তার, আলো বেগম, ইতি আক্তার ও আশিকুর রহমানসহ ভুক্তভোগীরা বক্তব্য দেন।
অভিযুক্ত বুলবুলি আক্তার ভুলি সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দেলুয়া এলাকার টেইলার্স গিয়াস উদ্দিনের স্ত্রী। তবে তার সঙ্গে যোগাযোগ করতে একাধিকার তাকে ফোন করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, বিষয়টি প্রতারণা হলে ভুক্তভোগীদের আদালতের আশ্রয় নিতে হবে। বাকিটা আমরা দেখব।
সারাবাংলা/ইআ