বিএনপির মহাসচিবের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১৬:০০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৯
১৬ নভেম্বর ২০২৪ ১৬:০০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৯
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার।
শনিবার (১৬ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে বৈঠক শেষ দেড়টায়।
ক্যাথারিনা উইজার বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হলেও তার অফিস নয়াদিল্লিতে। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশেও অস্ট্রিয়ার রাষ্ট্রদূত।
বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন বাংলাদেশে অস্ট্রিয়ার কনসুলার ও বিএনপি চেয়ারপারসনের ফরেন উপদেষ্টা কমিটির সদস্য তাজভীরুল ইসলাম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার দুপুরে সমকালকে এসব তথ্য জানান। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
সারাবাংলা/এজেড/ইআ