Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন

স্পেশাল করসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১৭:১৮

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঢাকা: জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনো পরিশোধ করা সম্ভব হবে না। কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে, সেইটা আমরা চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সারাদেশে ২২০টি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই ২২০টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহিদের নামে নামকরণ করা হবে।’

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘২০২৫ সালের যে পাঠ্যপুস্তক আসবে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের শহিদদের বীরত্বগাঁথা লেখা থাকবে। আমাদের পরিকল্পনা আছে পাঠ্যপুস্তকে যেন জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম ধারণ করতে পারে সেই জন্য শহিদদের বীরত্বগাঁথা তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্লাহ (এফসিএমএ), গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূইয়া এবং মাতা মিসেস ফারহানা দিবা।

সারাবাংলা/জেআর/এইচআই

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় সংসদ ভবনের পশ্চিম শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর