Saturday 16 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজিমপুরে ডাকাতি
অপহৃত শিশু জাইফা উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১৭:৩৬

ঢাকা: ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির সময় অপহরণ করা সেই শিশুকন্যা জাইফাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে (২৭) গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ল্যাফটেনেন্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেফতার ও অপহৃত শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতির সময় নগদ অর্থ, স্বর্ণালংকার ও তার শিশু কন্যাকে অপহরণ করে। এ ঘটনায় শিশুর পরিবার র‌্যাব-১০ এর কাছে সহায়তা চায়। শুক্রবার রাতে র‌্যাব রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে (২৭) গ্রেফতার করে। এসময় অপহৃত ৮ মাস বয়সী শিশুকন্যা আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওই নারী ডাকাতি ও অপহরণের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছে।

র‌্যাব জানায়, আরিসা জান্নাত জাইফার মায়ের নাম ফারজানা আক্তার। তিনি চাকরি করেন, বাবাও চাকরিজীবী। রাজধানীর আজিমপুরের লালবাগ টাওয়ার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে, অপহরণের এক সপ্তাহ আগে ভিকটিমের মায়ের সঙ্গে অফিসে যাতায়াত করার সময় গ্রেফতারকৃত শাপলার পরিচয় হয়। এসময় শাপলা ভিকটিমের মায়ের কাছে তার নাম রাইসা, তার বাড়ি নওগাঁ জেলা বলে মিথ্যা পরিচয় দেয়।

বিজ্ঞাপন

আসামি ফাতেমা আক্তার শাপলা ভুয়া পরিচয় দিয়ে ফারজানা আক্তারকে জানায়, সে অবিবাহিত, একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। পড়ালেখার পাশাপাশি সে সচিবালয়ের অফিস সহায়ক হিসেবে চাকুরি করেনে। ঢাকায় থাকার জন্য সাবলেট বাসা দরকার। তাকে সাবলেট হিসেবে ভাড়া দিলে সারাদিন বাসায় পড়াশোনার পাশাপাশি শিশুকে (অপহৃত ভিকটিম) দেখভালও করতে পারবে। শিশু দেখভালের কথা চিন্তু করে ফাতেমা আক্তারকে সাবলেট ভাড়া দিতে রাজি হন।

ফাতেমা আক্তার বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বাসায় আসেন, দুই হাজার টাকা অগ্রিম ভাড়া হিসেবে প্রদান করে বাসায় রাত্রি যাপন করেন। পরের দিন সকালে ফাতেমা জানায়, গ্রাম থেকে তার চাচাতো ভাই চাল নিয়ে বাসায় আসবে। সকাল সাড়ে ৮টায় চাচাতো ভাই পরিচয়ে তিন ব্যক্তিকে বাসায় নিয়ে আসে ফাতেমা। বাসায় আসার পর আলাপচারিতার এক পর্যায়ে কথিত চাচাতো ভাইয়েরা ধারালো অস্ত্রের মুখে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফেলে অপহৃত ওই শিশুর মাকে। এসময় তারা স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে। শিশু জাইফাকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে ভিকটিম জাইফাকে উদ্ধার পূর্বক অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তারকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসআর

অপহৃত শিশু জাইফা উদ্ধার আজিমপুরে ডাকাতি

বিজ্ঞাপন

কুয়াকাটায় শেষ হলো রাস উৎসব
১৬ নভেম্বর ২০২৪ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর