স্মার্টফোন অনার এক্স৭সি এখন দেশের বাজারে
১৬ নভেম্বর ২০২৪ ১৮:৫৩
ঢাকা: দেশের বাজারে এসেছে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি। প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ ফোনটি বাংলাদেশে এনেছে। সর্বাধুনিক ফিচার-সমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। শনিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনার এক্স৭সি ডিভাইসটিতে দুর্দান্ত ব্যাটারি লাইফ নিশ্চিত করতে শক্তিশালী ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উচ্চমান-সম্পন্ন এই ব্যাটারির কারণে এখন সাড়ে ২৮ ঘণ্টা পর্যন্ত অনলাইন স্ট্রিমিং ও সাড়ে ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও গান শোনা যাবে। সারাদিন নির্বিচ্ছিনভাবে ফোনটি ব্যবহার করা সম্ভব হবে। ব্যাটারি লাইফ যখন একদম কম থাকবে তখনও অনার আলট্রা পাওয়ার-সেভিংস মোডের কারণে ডিভাইসটি সমানতালে ব্যবহার করা যাবে। ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট টানা কথা বলা যাবে। হ্যান্ডসেটটির ৩৫ ওয়াট অনার সুপারচার্জ প্রযুক্তির কারণে এখন চার্জিং নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন ব্যবহারকারী, এর টাইপ-সি ওয়্যারড চার্জিং ব্যাটারি দ্রুত চার্জ করতে সক্ষম।
ব্যবহারকারীর সবধরনের প্রয়োজন পূরণে এবং স্মৃতিময় মুহূর্তগুলোকে ধরে রাখতে অনার এক্স৭সি’তে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে র্যাম টার্বো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। মাল্টিটাস্কিং ও অ্যাপ সুইচের মতো কাজ করার ক্ষেত্রে ১৬ জিবির (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল) মতো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী। মাত্র ২২ হাজার ৯৯৯ টাকার সাশ্রয়ী মূল্যে, মিডনাইট ব্ল্যাক ও ফরেস্ট গ্রিন – এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে অনার এক্স৭সি।
সারাবাংলা/ইএইচটি/এইচআই