Saturday 16 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় শেষ হলো রাস উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ১৯:১৪

পূন্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা

কুয়াকাটা: গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। শনিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৫ টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে পূন্যস্নান সম্পূর্ণ করেন ধর্মালম্বীরা।

এর আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দূর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মালম্বী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। পরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রীতিমা দর্শন করেন ভক্তরা। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কুয়াকাটায় রাস উৎসব শেষ হলেও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে এ উৎসব চলবে ৫ দিন।

বিজ্ঞাপন

এসময়, আগতদের নিরাপত্তায় থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ লাখের অধিক পর্যটকের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল বলে জানিয়েছেন।

সারাবাংলা/এইচআই

কুয়াকাটা রাস উৎসব

বিজ্ঞাপন

কুয়াকাটায় শেষ হলো রাস উৎসব
১৬ নভেম্বর ২০২৪ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর