Saturday 16 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে চট্টগ্রামে ২ সপ্তাহে ১১ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ২১:১১

ডেঙ্গু। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। এ নিয়ে চলতি নভেম্বরের দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ১১ জনের প্রাণ গেল।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মৃত মনির হোসাইন (৬০) চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় বসবাস করতেন। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ডেঙ্গু শক সিনড্রোম ও কিডনি জটিলতায় তিনি আক্রান্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ৩৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে নারী ১৯ জন, পুরুষ ১৩ জন এবং শিশু চার জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ১৭ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত ১৫ দিনে মোট আক্রান্তের সংখ্যা ৬৪৪ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৫৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরর শুরু থেকে ১৫ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ৩১৮ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ২৬১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৯২৩ জন, নারী ১০০১ জন এবং শিশু ৬৫৫ জন।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এদের মধ্যে ২০২১ সালে পাঁচ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

পিতৃত্ব উপভোগ করছেন রণবীর
১৬ নভেম্বর ২০২৪ ২৩:২১

আরো

সম্পর্কিত খবর