Monday 26 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাউজানে মুখোশধারী দুর্বৃত্তের গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার ৫

স্পেশাল করসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৪ ২১:১৬

গ্রেফতারকৃত পাঁচ জন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে ১১ জন আহতের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) পর্যন্ত উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রশস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে রাতে পাঠানো জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার পাঁচজন হলো— দুই ভাই রুবেল ও জুয়েল এবং আব্দুল, কামাল ও বাবলু নামে আরও তিনজন। তাদের বাড়ি রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এর আগে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়ার আসদ আলী মাতব্বরপাড়া মসজিদ এলাকায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ জন আহত হন, যাদের সবাই গুলিবিদ্ধ হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্ব শত্রুতার জের ধরে কামাল উদ্দিন নামে একজন ব্যবসায়ীকে আক্রমণ করেন মুখোশধারী একদল দুর্বৃত্ত। তাকে বাঁচাতে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা।

সারাবাংলা/আরডি/এইচআই

চট্টগ্রাম চট্টগ্রামের রাউজান দুর্বৃত্তের গুলিবর্ষণ