Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ০২:০৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৫:০৩

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান

ঢাকা: বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।’

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয় আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

সারাবাংলা/জিএস/পিটিএম

আরিফ হাসান গ্রেফতার টপ নিউজ দেশ টিভি ব্যবস্থাপনা পরিচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর