Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি
নগরে নবান্ন উৎসব


১৭ নভেম্বর ২০২৪ ০৮:১১

‘এই হেমন্তে কাটা হবে ধান,
আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান–
পৌষপার্বণে প্রাণ-কোলাহলে ভরবে গ্রামের নীরব শ্মশান।’

প্রকৃতিতে এসেছে অগ্রহায়ণ। হেমন্তের সোনাঝরা মাঠ জুড়ে এখন হলুদে-সবুজে একাকার। সোনালি ধানের ক্ষেতে স্বপ্ন বুনছেন কৃষক। কিছুদিনের মধ্যেই বাড়ির উঠোন ভরে উঠবে নতুন ধানে। ‘নবান্ন’ মানে হলো ‘নতুন অন্ন’। এটি একটি ঋতু কেন্দ্রিক উৎসব। হেমন্তে নতুন ফসল ঘরে তোলার সময় এই উৎসব পালন করা হয়।

বিজ্ঞাপন

ধারণা করা হয়, একসময় অগ্রহায়ণ-ই ছিল বাংলা বছরের প্রথম মাস। এ মাসটি আবহমান বাঙালির ঐতিহ্যবাহী উৎসব ও মাটির সঙ্গে চির বন্ধনযুক্ত। তাই গ্রামের মতো শহরেও আনুষ্ঠানিক নবান্ন উৎসব উদযাপন শুরু হয়েছে। নাগরিক জীবনে শুভক্ষণের শুভ ছায়া ছড়িয়ে দিতে অগ্রহায়ণের প্রথমদিনে আয়োজন করা হয় নবান্ন উৎসব।

‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’ প্রতিবছর পহেলা অগ্রহায়ণ তারিখে নবান্ন উৎসব উদযাপন করে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) ১ অগ্রহায়ণ প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসব আয়োজন করা হয়। সেই উৎসবের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

সারাবাংলা/পিটিএম

নগর নবান্ন উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর