Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে আছে বাংলাদেশও!

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ০৯:১৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৫:০৩

আর্জেন্টিনার নতুন জার্সি গায়ে মেসি

২০২২ বিশ্বকাপে লিওনেল মেসিদের প্রতি অকুণ্ঠ সমর্থকের কারণে বাংলাদেশকে নতুনভাবে চিনেছিল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পুরোটা জুড়েই আর্জেন্টিনাকে সমর্থন জুগিয়ে যাওয়ায় দেশটির ফুটবলার ও ফেডারেশনের কাছ থেকে নানা সময়েই এসেছে ধন্যবাদ বার্তা। এবার আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচনেও রইল বাংলাদেশের নাম। মেসিদের নতুন জার্সির বিজ্ঞাপনে ঠাই হয়েছে বাংলাদেশের সমর্থকদেরও!

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে ছিলেন মেসিও। অ্যাডিডাসের সাথে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা হয়েছে এই বিশেষ জার্সি। এই ভিডিওতে আছে বাংলাদেশও।

বিজ্ঞাপন

ভিডিওর ৪৮ ও ৪৯ সেকেন্ডে দেয়ালে ঝোলানো একটি টিভিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে বাংলাদেশের সমর্থকদের উল্লাস। বাংলাদেশের একটি জায়গায় বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজারো বাংলাদেশি।

আগামী ২০ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে নতুন এই জার্সি গায়ে মাঠে নামবে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে ২-১ গোলের হারে বেশ চাপের মুখেই আছেন মেসিরা।

সারাবাংলা/এফএম

১০০ সদস্যের বাংলাদেশী যুব প্রতিনিধিদল আর্জেন্টিনা জার্সি বাংলাদেশ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর