ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুদ্ধ দ্রুত শেষ হবে: জেলেনস্কি
১৭ নভেম্বর ২০২৪ ০৯:৫৮
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তবে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হবে।
জেলেনস্কি জানান, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর ফোনালাপে তাদের মধ্যে একটি গঠণমূলক আলোচনা হয়েছে। তিনি বলেন, ট্রাম্পের কাছ থেকে এমন কোনো কথা শোনেননি যা ইউক্রেনের অবস্থানের পরিপন্থী।
ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় বারবার বলেছেন যে তার প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধ শেষ করা, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ দিয়ে শুরু হয়েছিল। তিনি এই যুদ্ধে ইউক্রেনে সামরিক সাহায্য প্রদানকে যুক্তরাষ্ট্রের সম্পদের অপচয় হিসেবে বর্ণনা করেন।
ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনে ৫৫.৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে। তবে মার্কিন অভ্যন্তরে বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে এই যুদ্ধের জন্য সহায়তার প্রতি সমর্থন কমে আসছে।
জেলেনস্কি বলেন, ‘হোয়াইট হাউসের নতুন নেতৃত্বের নীতির ফলে যুদ্ধ দ্রুত শেষ হবে বলে আশা করছি। এটি তাদের প্রতিশ্রুতি।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনকে কূটনৈতিক উপায়ে যুদ্ধ শেষ করার জন্য কাজ করতে হবে।’
এদিকে, রাশিয়া পূর্ব ইউক্রেনে শক্ত অবস্থান তৈরি করেছে এবং লড়াই প্রধানত ডনবাস অঞ্চলে চলছে। ইউক্রেনের সাম্প্রতিক পাল্টা আক্রমণ বড় কোনো অগ্রগতি আনতে পারেনি।
ট্রাম্প-জেলেনস্কির সম্পর্ক
ট্রাম্প এবং জেলেনস্কির সম্পর্ক অতীতে কিছুটা উত্তাল ছিল। ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি জেলেনস্কিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের বিরুদ্ধে তথ্য খুঁজে বের করতে চাপ দিয়েছিলেন।
যদিও তাদের মধ্যে মতবিরোধ ছিল, ট্রাম্প বলেছেন যে জেলেনস্কির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো।
ট্রাম্প বলেছেন, তিনি যুদ্ধ খুব দ্রুত সমাধান করবেন। তবে তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বীরা অভিযোগ করেছেন, তার পন্থা ইউক্রেনের জন্য আত্মসমর্পণের সমান এবং এটি পুরো ইউরোপকে বিপদে ফেলতে পারে বলে তাদের ধারণা।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ট্রাম্প যুদ্ধ বন্ধ নিয়ে শক্ত অবস্থান নিয়েছেন। তবে যুদ্ধ কবে এবং কীভাবে শেষ হবে, তা এখনও অজানা।
সারাবাংলা/এনজে