Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১১:১০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৪:১২

ক্রিস রাইট

যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস রাইটকে জ্বালানিমন্ত্রী করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৬ নভেম্বর) নতুন এই জ্বালানিমন্ত্রীর নাম জানিয়েছেন নব-নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট।

ক্রিস রাইট ‘লিবার্টি এনার্জি’ নামের ডেনভারভিত্তিক একটি তেলক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও। শুরু থেকেই রাইটের অবস্থান জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে।

প্রেসিডেন্টের মতে, তেল-গ্যাসের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে এবং বিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাকে এগিয়ে নিতে পারবেন ক্রিস। কারণ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এর চাহিদা ক্রমেই বাড়ছে।

ক্রিস জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী সহযোগিতার বিষয়ে ট্রাম্পের মতোই বিরোধিতা করেন এবং জলবায়ু কর্মীদের ‘উদ্বেগজনক’ বলেও উল্লেখ করেন। এছাড়া বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় ডেমোক্র্যাটদের প্রচেষ্টাকে সোভিয়েত-শৈলীর সাম্যবাদের সঙ্গেও তুলনা করেন তিনি।

দারিদ্র্য থেকে মানুষকে বের করে আনার পাশাপাশি আরও জীবাশ্ম জ্বালানি উত্তোলনের প্রয়োজনীয়তার বিষয়ে ব্যাপকভাবে লেখালেখি করে আসছেন ক্রিস। তবে রাজনীতিতে এটাই তার প্রথম অভিষেক হবে।

সারাবাংলা/এসডব্লিউ

জ্বালানিমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর