Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনে বাস-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১২:০৯

ঢাকা: রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন ভুইয়া (৫৪) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেনের বাড়ি ফেনির দাগনভুইয়া উপজেলায়। তিনি মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার ছিলেন। দুই মেয়েসহ পরিবার নিয়ে রাজধানীর বাড্ডা ব্যাংক ইউনিভার্সিটির পাশের এলাকায় থাকতেন তিনি।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফউল্লাহ জানান, সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে একটি ট্রাক ও ইউনিক পরিবহণের একটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি রিকশাও চাপা পড়ে। গুরুতর আহত হন রিকশা চালক ও আরোহী। খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক স্বপন (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

তিনি আরও জানান, ঘটনার পর ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক দুইজনই পালিয়ে গেছে।

এদিকে নিহত জাকির হোসেনের সুমন্দি (স্ত্রীর বড় ভাই) নিজাম উদ্দিন হায়দার চৌধুরী জানান, তিনি পরিবার নিয়ে রাজধানী বাড্ডায় থাকেন। সাপ্তাহিক ছুটিতে তিনি ঢাকায় আসেন। পরিবারের সঙ্গে শুক্র ও শনিবার থেকে আজ ভোরে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছেন।

সারাবাংলা/এসএসআর/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর