চীনের পূর্বাঞ্চলে একটি স্কুলের বাইরে ছুরিকাঘাতের ঘটনায় ৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উক্সির ইসিং আর্টস অ্যান্ড ক্র্যাফটস ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজে। এই ঘটনায় ২১ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ২০২৪ সালে ওই কলেজ থেকে স্নাতক করার কথা ছিল, কিন্তু পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে ডিপ্লোমা পাননি। এছাড়া, ইন্টার্নশিপের বেতনের কারণেও তিনি অসন্তুষ্ট ছিলেন।
পুলিশ জানিয়েছে, ‘অভিযুক্ত এই হত্যাকাণ্ডগুলি করার মাধ্যমে স্কুলের প্রতি তার রাগ প্রকাশ করেছিলেন বলে তার অপরাধ স্বীকার করেছেন। ঘটনাটির তদন্ত চলছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই হামলার কয়েকদিন আগে দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইতে একটি স্টেডিয়ামের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ৩৫ জনকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, চালক বিবাহবিচ্ছেদের নিষ্পত্তি নিয়ে অসন্তুষ্ট ছিলেন।
সাম্প্রতিক এসব ঘটনার পর চীনের সামাজিক মাধ্যমে ‘সমাজের ওপর প্রতিশোধ নেওয়া’ নিয়ে আলোচনা চলছে, যেখানে ব্যক্তিগত ক্ষোভ থেকে সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে।