Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেতানিয়াহুর বাড়িতে ফের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১৩:৫৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৫:৫৮

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে ফের বোমা হামলা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ইসরাইলের উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়।

ইসরাইলের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বোমাগুলো নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে এবং এতে আগুনের গোলা সৃষ্টি হয়। তবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী এই হামলাকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে। যদিও হামলার সময় প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

বিজ্ঞাপন

হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী, তবে হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘এই হামলা সমস্ত রেড লাইন অতিক্রম করেছে।’

তিনি নিরাপত্তা ও বিচার বিভাগের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এটি ছিল নেতানিয়াহুর বাসভবনে দ্বিতীয় হামলা। এর আগে, ১৯ অক্টোবর লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলাতেও প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

সারাবাংলা/ইআ

ইসরাইল বেনইয়ামিন নেতানিয়াহু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর