প্রাইভেটকারে ধর্ষণ, রনি ৩ দিনের রিমান্ডে
১১ জুন ২০১৮ ১৬:০২ | আপডেট: ১১ জুন ২০১৮ ১৬:০৯
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর কলেজগেট এলাকায় প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণ মামলায় মাহমুদুল হক রনিকে (৩২) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১১ জুন) দুপুরে ঢাকার মহানগর হাকিম মোহা. আহসান হাবীব এ রিমান্ড আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মিনহাজ উদ্দিন আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে জন্য আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার (০৯ জুন) রাতে দুই তরুণী কলেজগেট এলাকায় মাহমুদুল হকের গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ওই সময় গাড়ি চালাচ্ছিলেন মাহমুদুলের ব্যক্তিগত গাড়িচালক। কিছুদূর যাওয়ার পর এক তরুণীকে শিশুমেলা এলাকায় নামিয়ে দেওয়া হয়। গাড়িতে থাকা আরেকজনকে ধর্ষণ করেন মাহমুদুল। একপর্যায়ে ঘটনা টের পেয়ে রাস্তায় থাকা লোকজন গাড়ি থামিয়ে চালক ও মাহমুদুলকে পিটুনি দেয়। পিটুনির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থাকা লোকজন মাহমুদুলের গাড়ি আটক করে। এ সময় চালক ও মাহমুদুলকে পিটুনি দেওয়া হচ্ছিল।
এদিকে ধর্ষণের অভিযোগে দিনা বেগম নামে ওই তরুণী শেরেবাংলা নগর থানায় রোববার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এ ৭/৩০/৯(১) ধারায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলাটি করেন।
এদিকে ওই ঘটনায় দায়ের করা মামলায় ভিকটিমের বান্ধবী সাক্ষী হিসেবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালতে জবানবন্দি দিয়েছেন।
সারাবাংলা/এআই/একে