Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান শিক্ষকের অপসারণে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৬:২১

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবিল আলমের অপসারণকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪৩ জন আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) সকালে গনিগঞ্জ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত ৪৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হয়। ৩১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

গুরুতর আহত ১০ জনকে ভর্তি করা হয়েছে এবং দুই জনকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম।

সারাবাংলা/এসডব্লিউ

সংঘর্ষ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর