Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অংশীজনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৬:৩৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৫

জাতীয় সংসদের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ঢাকা: অংশীজনের সঙ্গে বৈঠক করেছে সংবিধান সংস্কার কমিশন। রোববার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে এ বৈঠক হয়।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম, এফবিসিসিআই প্রতিনিধি নাসরিন বেগম, চৌধুরী মূকিম উদ্দিন কেজে আলী, জামিল উদ্দিন মিল্টন, ইঞ্জিনিয়ার কবির হোসেন ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন।

বিজ্ঞাপন

সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ এবং মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ।

সারাবাংলা/এজেড/ইআ

বৈঠক সংবিধান সংস্কার কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর