Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ টিভির এমডি আরিফ রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৭:৩৮

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। ছবি: সারাবাংলা

ঢাকা: বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সজিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ আসামি আরিফকে তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত আরিফের জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে, শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় সজিব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজিবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

২ দিনের রিমান্ড দেশ টিভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর