Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলাদা কমিশন চান চট্টগ্রামে আন্দোলনে আহতরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৭:৫০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা তাদের সুচিকিৎসা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন। আগে আহতদের চিকিৎসা, তারপর নির্বাচন— এমন বক্তব্যও এসেছে তাদের কাছ থেকে। এছাড়া, নিহতদের প্রত্যেকের পরিবার থেকে চাকরি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। আন্দোলনের সময় গুলিবিদ্ধ ও আঘাত পাওয়া ১০ জন এবং তাদের পরিবারের সদস্যরা এ সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‘জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের চোখে আগামীর বাংলাদেশ, পুনর্বাসন ও রাষ্ট্রভাবনা’ শিরোনামে এ মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম।

আন্দোলন করতে গিয়ে নগরীর নিউমার্কেট এলাকায় আহত হয়েছিলেন জুনাইদুল ইসলাম। তিনি বলেন, মৃত্যুকে আর আমরা ভয় করি না। এখন পিছু হটার সময় নয়। বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের দোসররা এখনও আছে। তাদের যদি না সরানো যায় তাহলে আমাদের রক্ত বৃথা যাবে। আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি তা এখনও অর্জন হয়নি। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইছেন। অথচ আহতদের চিকিৎসার খবর কেউ নিচ্ছেন না। যারা রক্ত দিল তাদের খোঁজ না নিয়ে তারা নির্বাচন চাইছেন।

তিনি আরও বলেন, আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের নিয়ে আলাদা একটি কমিশন গঠন করা হোক। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, যারা নির্বাচন চান তারা রক্ত দেখেননি। আমরা দেখেছি। আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন, তাদের চিকিৎসা আগে নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, আমরা ৩৯৪ জন আহতের তালিকা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। আরেকটি তালিকা হচ্ছে। আমরা দ্রুত সকলের পুনর্বাসন করার ব্যবস্থা করব।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, জুবায়ের আল মানিক ও রিজাউর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর