Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৩

এখনও আরও কয়েক ডজন আহত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় বহুতল একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) আলজাজিরা’র এক প্রতিবেদনে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

বেসামরিক প্রতিরক্ষা বলেছে, উদ্ধারকারী দলগুলি এলাকায় পৌঁছাতে পারছে না। এখনও আরও কয়েক ডজন আহত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান সকাল সকাল বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ভবনটিতে ৭০ জনের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যেই ৪৩ হাজার ৮৪৬ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১ লাখ ৩ হাজার ৭৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর