Sunday 17 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষির উন্নয়নে ইউএসএইডের সহযোগিতা চাইলেন কৃষি উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ২০:৪৭

ঢাকা: দেশের কৃষি উন্নয়নে মার্কিন সরকারের বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ভূঁয়সী প্রশংসা করে আরও উন্নয়ন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ( অব.)।

রোববার (১৭ নভেম্বর) সচিবালয়ে কৃষি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড জে এসচলিম্যান। এসময় কৃষি উপদেষ্টা এ আহ্বান জানান। কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি উপদেষ্টা বাংলাদেশে ইউএসএইডের সহযোগিতা আরও বৃদ্ধির জন্য প্রতিনিধিদলের মাধ্যমে সংস্থাকে বলেন। কৃষি খাতে বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকল্প বাস্তবায়নের জন্য উপদেষ্টা সংস্থাটির প্রশংসা করেন। উপদেষ্টা দেশের কৃষি যান্ত্রিকীকরণে কারখানা স্থাপন, কৃষি গবেষণা ও কৃষি পণ্য রফতানিতে সংস্থাটির সহযোগিতা চান।

সাক্ষাতের শুরুতে কৃষি উপদেষ্টা প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে কৃষি উৎপাদন বৃদ্ধি, বীজ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষি পণ্যের বাজারজাতজরণ, কৃষি যান্ত্রিকীকরণে কারিগরি সহযোগিতা, জলবায়ু, গবেষণা ও রোহিঙ্গাসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

ইউএসএইড বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের কৃষি উন্নয়নে তাদের গৃহীত প্রকল্প ও দেশের কৃষি বিষয়ে পরিকল্পনাধীন বিভিন্ন প্রকল্প সম্পর্কে কৃষি উপদেষ্টাকে অবহতি করেন। দেশের কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সংস্থাটি কাজ করতে আগ্রহী বলে প্রতিনিধিদল জানায়।

প্রতিনিধিদল জানায়, বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের কৃষি খাতে বীজ, কৃষি পণ্য বিপনন, উন্নত চাষাবাদ প্রযুক্তি বিষয়ে ধারাবাহিকভাবে সংস্থাটি কাজ করছে। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলা করে কৃষিখাত টেকসই করা, প্রশিক্ষণের মাধ্যমে কৃষিখাতে কর্মরত নারীদের আরও দক্ষ করে নারী ক্ষমতায়নে সংস্থাটি কাজ করছে বলেও সংস্থাটি জানায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এইচআই

ইউএস এইড ইউএসএইড কৃষি কৃষি বিপণন কৃষি যান্ত্রিকীকরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর