মুদি দোকানের জন্য নতুন সেবা বাংলালিংক ও প্রিয়শপের
১৭ নভেম্বর ২০২৪ ২০:২৫
ঢাকা: টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও দেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ-এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলালিংক গ্রাহকেরা প্রিয়শপের রিটেইলাদের কাছ থেকে এক্সক্লুসিভ সেবা পাবেন। মূলত বাংলালিংক গ্রাহকেরা প্রিয়শপের রিটেইল নেটওয়ার্কের মুদি দোকানিদের কাছ থেকে সকল ধরনের ডিজিটাল পণ্য যেমন টপ-আপ, ইন্টারনেট প্যাকেজ, ফিজিক্যাল সিম, ই-সিম সংগ্রহ করতে পারবে। রোববার (১৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের ক্লাস্টার ডিরেক্টর এমডি ফরহাদ হোসেন, আঞ্চলিক প্রধান মামুনুর রশিদ ও প্রিয়শপের এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল্লাহ আল মাহমুদ, এস.ভি.পি আশিক আহমেদ, এস.এ.ভি.পি মো. এহাসানুজ্জামান, এ.ভি.পি মো. রফিকুল ইসলাম প্রমুখ।
প্রিয়শপের এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘বাংলালিংকের সাথে যৌথ উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির মাধ্যমে রিটেইল ইকোসিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসবে। এর ফলে ডিজিটাল পণ্য বিক্রির মাধ্যমে মুদি দোকানিরা অতিরিক্ত অর্থ আয় করতে পারবে। এতে করে মুদি দোকানিদের স্বাবলম্বী হওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলালিংক ব্যবহারকারীরা তাদের হাতের কাছের মুদি দোকান থেকেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে। বাংলালিংক ও প্রিয়শপ আগামীতে আরও অনেক ধরনের ডিজিটাল সেবা নিয়ে আসবে, যার মাধ্যমে মুদি দোকানিদের কেন্দ্র করে কাস্টমারদেরকে উন্নত সেবা প্রদান সম্ভব হবে।
উল্লেখ্য, বাংলালিংক বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান। গ্রাহক সংখ্যার বিবেচনায় বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জিএসএম ভিত্তিক মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। আর প্রিয়শপ দেশের বিভিন্ন এলাকার এমএসএমই সেক্টরের উন্নয়নে অবদান রাখছে। বর্তমানে প্রিয়শপ প্ল্যাটফর্মে যুক্ত আছে ৯১ হাজারেরও বেশি রিটেইলার।
সারাবাংলা/ইএইচটি/এইচআই