ফ্রিজ উপহার সাফজয়ীদের, কিন্তু মনিকার বাড়িতে বিদ্যুৎ-ই নেই
১৭ নভেম্বর ২০২৪ ২১:৩১
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের দুই সপ্তাহ পেরিয়ে গেছে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের। টানা দ্বিতীয়বার সাফের ট্রফি নিয়ে দেশে ফেরার পর তাদের ব্যস্ত সময় কাটছে আনন্দ-উৎসব আর সংবর্ধনায়। এরই মধ্যে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাফজয়ী মেয়েদের উপহার হিসেবে দেওয়া হয়েছে ফ্রিজ। সে অনুষ্ঠানেই সাবিনা জানালেন, সতীর্থ মনিকার কাছে এ উপহার অর্থহীন। কারণ, তার বাড়িতে যে বিদ্যুৎ সংযোগই নেই!
রোববার (১৭ নভেম্বর) বাফুফে ভবনে সাফজয়ী দলকে সংবর্ধনা দেয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা ওয়ালটন। উপহার হিসেবে সাফজয়ী দলের ফুটবলার ও কোচিং স্টাফ-কর্মকর্তা মিলিয়ে মোট ৩২টি ফ্রিজ উপহার দিয়েছে নারী ফুটবলের দীর্ঘদিনের এই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি।
এর আগেও টিভি ও অন্যান্য সামগ্রী উপহার পেয়েছেন সাবিনারা। তবে এবার একটি ভিন্ন পদ্ধতিতে উপহার দিয়েছে ওয়ালটন। যে যার সুবিধামতো অবস্থানের ওয়ালটন শো-রুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন। পুরস্কারপ্রাপ্তরা চাইলে ফ্রিজের পরিবর্তে সমপরিমাণ অর্থও গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে অধিনায়ক সাবিনা বলেন, ‘আমি যখন (খেলা) শুরু করেছি, তখনো দেখেছি ওয়ালটন সবসময় মেয়েদের ফুটবলের পাশে ছিল। অবশ্যই আমি মনে করি, এটা মেয়েদের অনুপ্রাণিত করে। আমরা যখন সাফল্য নিয়ে আসি, সবাই যখন উৎসাহিত করে, এটা মেয়েদের মোটিভেশন হিসেবে কাজ করে। কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়।’
উপহার-সংবর্ধনার আলো ঝলমলে সন্ধ্যার মধ্যেও সাবিনা ভোলেননি তার সতীর্থ মনিকা চাকমার বাড়িতে নেমে আসা অন্ধকারের কথা। তিনি জানান, মনিকার বাড়িতে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, ‘আমাদের মধ্যে মনিকার বাড়িতে বিদ্যুৎ নেই। ওর বাড়ি যেতে এখনো দুই কিলোমিটার পথ কষ্ট করতে হয়।’
এ প্রসঙ্গে ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘আশা করব খুব দ্রুত মনিকার বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা হবে। যারা ফ্রিজ নিতে চান না, এর পরিবর্তে অর্থ গ্রহণ করতে পারবেন।’
ওয়ালটনকে ধন্যবাদ জানিয়েছেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য ও নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও। তিনি বলেন, ‘মেয়েরা যখন বয়সভিত্তিক পর্যায়ে ভালো করত, তখনো ওয়ালটন আমাদের পাশে ছিল। মেয়েদের উৎসাহিত করত, সংবর্ধনা দিত। যত ছোটই হোক বা যত বড়ই হোক, সবসময় ওয়ালটন আমাদের পাশে ছিল। এ জন্য ওয়ালটনকে ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও ওয়ালটন একইভাবে পাশে থাকবে।’
সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান থেকে অর্থ পুরস্কার পেয়েছেন নারী ফুটবলাররা। গতকাল বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে যৌথভাবে সাবিনা-সানজিদাদের জন্য এক কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।
সারাবাংলা/জেটি