Monday 18 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তি সর্বজনীন, সবার মুক্তি একসঙ্গে চাইতে হবে’

ঢাবি করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ২১:৫৩

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

ঢাকা: প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, মুক্তি সর্বজনীন। আমরা যদি মুক্তি চাই সবার মুক্তি একসঙ্গে চাইতে হবে।

রোববার (১৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস্ রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত ‘ক্যাম্পের উর্দুভাষী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ ও স্থায়ী পুনর্বাসন: জাতীয় প্রতিনিধি সমাবেশ ও সংলাপ’ অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ফরুক ওয়াসিফ বলেন, ‘বাংলাদেশ সব জনগোষ্ঠীর একটা কমন (সাধারণ) জায়গা আছে। যেখানে সবাই সবারটা বোঝে। সেটা হিন্দু-মুসলমান, পাহাড়ি-আদিবাসী, বিহারী সকলের কমন বিন্দুটা ধরে আমরা লড়াই করতে পারি। একজনের অধিকার নিয়ে আওয়াজ উঠলে অন্যের অধিকারের জায়গাটাও বড় হয়। সে কারণেই অধিকার কখনো সংকীর্ণ হয় না, মুক্তি কখনো নির্বাচিত হয় না।’

পিআইবি’র মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশের সবার জন্য কম বেশি কিছুটা কানুন আছে, সাহারা আছে, সহায় আছে। কিন্তু উর্দুভাষীদের ক্ষেত্রে তা নেই।’

তিনি বলেন, ‘তারা এমন মানুষ যাদের জমি কেড়ে নেওয়া যায়, তাদের হত্যা করা যায়, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া যায়; সবকিছু করা যায়। এমন কোনো জনগোষ্ঠী বাংলাদেশে নাই যাদের সঙ্গে সবকিছু করা যায়।’

তিনি আরও বলেন, ‘কারও বন্ধু দেশে থাকে, কারও বন্ধু বিদেশে থাকে; কিন্তু উর্দুভাষীদের দেশেও কোনো বন্ধু নাই, বিদেশেও কোনো বন্ধু নেই। তারা বাংলাদেশি এবং একটি ভাষা সংস্কৃতির উত্তরাধিকার বহন করছেন।’

ফারুক ওয়াফিস বলেন, ‘বাংলা ভাষার জন্য আমাদের শহিদ মিনার। কিন্তু উর্দু ভাষার স্বীকৃতিটা আমরা তাদের দিচ্ছি না। এটা শুধু বাংলাদেশের জনগণকে দায়বদ্ধ করে না, একটি বিশেষ ধরনের উগ্র জাতীয়তাবাদকেও দাঁড় করিয়ে দেয়। যেখানে সম্পত্তির ব্যাপার আছে, দখলের ব্যাপার আছে- সেখানে এমন বিষয়গুলোকে দাঁড় করানো হয়।’

বিজ্ঞাপন

রামরুর নির্বাহী পরিচালক সি আর আবরার বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশের ক্যাম্পগুলোতে বসবাসকারী উর্দুভাষীদের তাদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। তাদের অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে।’

নারীপক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হক উর্দুভাষী নারীদের অধিকার নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমি কিছু ক্যাম্প নিয়ে কাজ করছি। সেখানে আমি দেখেছি, নারীদের প্রতি বৈষম্য-নির্যাতন সেটি সব জায়গায় এক। উর্দুভাষী পুরুষদের প্রতি আহ্বান, আপনারা নারীদের নির্যাতন করবেন না। আপনারা সবার অধিকার নিয়ে কথা বলুন, নিজেদের অধিকারও আদায় করুন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও অভিবাসন বিশেষজ্ঞ সি আর আবরারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, অনলাইনে যুক্ত হওয়া বাংলাদেশের বিহারী ক্যাম্পের বাসিন্দা ও বর্তমান নেদারল্যান্ডসের নাগরিক মো. হাসান প্রমুখ।

এর আগে, সকালে এ অনুষ্ঠানে দেশের আদমজী, সৈয়দপুর, রংপুর, বগুড়া, ঈশ্বরদী, ময়মনসিংহ, রাজবাড়ী, চট্টগ্রাম এবং ঢাকার মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন ক্যাম্পের উর্দুভাষী জনগোষ্ঠীর প্রতিনিধিরা আলোচনা করেন।

সারাবাংলা/এআইএন/পিটিএম

টপ নিউজ ফারুক ওয়াসিফ মুক্তি সর্বজনীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর