‘বিএনপি জনগণের জন্য রাজনীতি করে’
১৭ নভেম্বর ২০২৪ ২৩:০৬
খুলনা: কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। বিএনপিতে কোন সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান দেওয়া হবে না। বিএনপি সর্বদা শান্তি সম্প্রীতি এবং অস্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। একারণে বার বার জনগণের রায় নিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করেছে।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠন রূপসা উপজেলা শাখার আয়োজনে দেশনায়ক তারেক রহমান এর ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিগত সরকার সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতিতে বিশ্বাসী ছিল। গত ৫ আগস্টের পর বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী দখলবাজ বা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় নাই। যারা দখলবাজ সন্ত্রাসবাদ এবং মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত তারা কোনো বিএনপির নেতাকর্মী হতে পারে না।’ বিএনপির নামে এরকম কোনো অভিযোগ এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল প্রমুখ।
সারাবাংলা/এইচআই